শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

বিএনপি চায় নির্বাচন, জামায়াত চায় সংস্কার

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১.৫৭ এএম
  • ৫৫ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপি চায় নির্বাচন, জামায়াত চায় সংস্কার
রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: নির্বাচনী রোর্ডম্যাপ চায় বিএনপি, জামায়াতের অগ্রাধিকার সংস্কার

সময় সংবাদ প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ উইনূস তৃতীয় বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রথমে সংলাপে বসেন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সংলাপে বসেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোর্ডম্যাপ ঘোষণার দাবী জানান বিএনপির পক্ষ থেকে। সংলাপে বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ।

বিএনপির সঙ্গে সংলাপে শেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। জামায়াতের পক্ষ থেকে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দুটি রোডম্যাপ চাওয়া হয়েছে। একটি সংস্কারের ও অন্যটি নির্বাচনের। সংস্কার ও নির্বাচন দুটিই গুরুত্বপূর্ণ। দলটির আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংলাপে অংশ নেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, আ ন ম শামসুল ইসলাম,মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রমুখ।

যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সংলাপ শেষে এসব কথা জানান দলটির নেতারা।

রাজনৈতিক সংস্কার নির্বাচন নিয়ে দ্বিতীয দফায় সংলাপের আয়োজন করে প্রধান উপদেষ্টার দপ্তর।

এছাড়া শনিবার গণতন্ত্র মঞ্চ, ৪টায় বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ও এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গেও সংলাপ করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস।

সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বলেন,আমরা নির্বাচন বিষয়ে কথা বলেছি। নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে বলেছি। আমরা বলেছি, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন, নির্বাচন কবে হবে সে বিষয়ে রোডম্যাপ দিতে বলেছি। তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের মধ্যেও এমন অনেকে আছেন, যারা গণঅভ্যূত্থানের যে স্পিরিট সেটাকে ব্যাহত করছেন। তাদেরকে সরানোর কথা বলে এসেছি।

তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত অধ্যাদেশ দিয়ে বাতিল করতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায়, সেটা আমরা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় ভুয়া ভোটের মাধ্যমে হওয়া সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। সেইসঙ্গে ২০১৪, ১৮ ও ২৪ সালে নির্বাচনের সময় যারা প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার ছিলেন তাদেরসহ ভুয়া ও পক্ষপাতদুষ্ট নির্বাচন আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হোতা ও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূলনায়ক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। তিনি বলেন, প্রশাসনের যারা ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের দোসর হয়ে লুটপাট, অনাচার, অত্যাচার, গুম-খুন, গণহত্যায় সহায়তা করেছেন, তাদের বেশিরভাগই এখনো বহাল তবিয়তে স্ব স্ব জায়গায় আছেন। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের আনার কথা আমরা বলেছি।’

জেলা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া জানতে চেয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ আমরা বাতিল করতে বলেছি। সেইসঙ্গে যোগ্য ব্যক্তিদের তালিকা করতে বলেছি। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে যেসব সরকারি কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত রয়েছেন, তাদের ভ‚তাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা বলে এসেছি।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অর্ন্তবর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছি। একটি সংস্কারের ও অন্যটি নির্বাচনের। সংস্কার ও নির্বাচন দুটিই গুরুত্বপূর্ণ। এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমীর বলেন, আগামী ৯ অক্টোবর সংবাদ সম্মেলনে জামায়াত দলীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরবে। শুরু থেকেই আমরা বলছি, সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে। যৌক্তিক সময় কতটা তা ৯ অক্টোবর মুখ খুলব। ডা. শফিকুর রহমান বলেন, আজকের সংলাপে আসন্ন দুর্গাপূজা নিতে কথা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ পূজায় নিরাপত্তা দেবে। আশা করি, অভ‚তপূর্ব সুন্দর পূজা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশ শাসনের জন্য আসেনি। তাদের কাজ সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা। কিছু মৌলিক বিষয়ে সংস্কারের প্রয়োজন আছে। কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, তা ৯ অক্টোবর জানাবো।

এদিকে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসেন। নেতৃত্বে দেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সঙ্গে ছিলেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম। ১২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সংলাপ করেন গণতন্ত্র মঞ্চ। নেতৃত্ব দেন দলটির সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রতিনিধিদলে ছিলেন জেএসডির আসম আবদুর রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বাম গণতান্ত্রিক জোটের ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক বাসদ (মার্কস বাদী) সমন্বয়ক মাসুদ রানা। প্রতিনিধি দলে ছিলেন সিপিবির শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদের বজলুর রশীদ, এবং সমাজতান্ত্রিক পার্টির আবদুল আলী। ৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সংলাপে বসেন হেফাজতে ইসলাম। নেতৃত্ব দেন হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। প্রতিনিধিদলে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামীর আমীর মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামী ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম। দলের আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সংলাপ করেন। প্রতিনিধি দলে ছিলেন, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব মিনার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানা মিলি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October 2024
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

All rights reserved © somoysangbad.net
Theme Download From CreativeNews