শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

পাথরঘাটায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮.৩৪ পিএম
  • ৬৭ বার সংবাদটি পড়া হয়েছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় দীর্ঘ ১৮ বছর পরে দিনব্যাপী “কর্মী শিক্ষা শিবির- ২৪” এর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সৌন্দর্যের লীলাভূমি উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের হলরুমে হাজারও কর্মীদের সমাগমে এ শিক্ষা শিবির আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন ও দেশকে অচিরেই এসব সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে সাড়া দেশ ব্যাপী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় উপজেলা কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মো. শামীম আহসান এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহ সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাও. জহির উদ্দিন মুহা: বাবর, বরগুনা জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মাওলানা মো. মুহিব্বুল্লাহ হারুন, বরগুনা জেলার নায়েবে আমীর মাও. আবু জাফর মো. সালেহ্, বরগুনা জেলা শাখার সেক্রেটারী জেনারেল এস এম মাওলানা আফজালুর রহমান, বরগুনা জেলার সহ সেক্রেটারী জেনারেল আসাদুজ্জামান আল মামুন, পাথরঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. রাকিব হাসান সহ উপজেলার রোকন, ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,”ওরা চেয়েছিলো বাংলাদেশ থেকে আল্লাহর নূর কে চির তরে নিভিয়ে দিবে, মনে করেছিলো এদেশে থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলেছে! কিন্তু তারা তা পারেনি! বরং নিজামী মুজাহিদ সহ সকল শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ইসলাম আরো উজ্জীবিত হয়েছে। শক্তি প্রয়োগ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, যারা দ্বীনের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী সৃষ্টি করে সেটা দ্বীন নয়।জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি আদর্শ সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকলকে নিয়ে একটি কল্যানকর রাষ্ট্র গঠন করতে চায়। সকলকে সতর্ক থাকতে হবে যাতে শয়তান আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করতে পারে, বাংলাদেশের জনগনের জন্য আল্লার রহমত নাযিল করে আমাদেরকে বিজয় দিয়েছেন”।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তারা জামায়াতের কেন্দ্রীয় সাবেক নেতাদের কথা স্বরণ করে বলেন, অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, সুযোগ থাকা সত্বেও তারা জীবন ভিক্ষা চাননি। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সেই দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November 2024
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

All rights reserved © somoysangbad.net
Theme Download From CreativeNews