সময় সংবাদ প্রতিবেদক :
নৌ সেক্টরে চলমা সংকট নিরসনসহ সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন নৌ শ্রমিক নেতৃবৃন্দ।
০২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যৌথ মানববন্ধন আয়োজন করেন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।
হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন, সবুজ শিকদার মাস্টার, সিদ্দিকুর রহমান ড্রাইভার, হাফেজ শাহাদাত হোসেন, মনিরুল ইসলাম মাস্টার,
এম কে মনির প্রমুখ উপস্থিত ছিলেন ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নৌপথে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাস বন্ধ করতে হবে।
এছাড়া জাহাজের সিরিয়ালের নামে কথিত ভলেন্টিয়ার নামক চাঁদাবাজি বন্ধসহ
নৌ শ্রমিকদের বেকারত্ব দূর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতৃবৃন্দ।
শ্রমিক নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকারকে বেকাদায় ফেলতে একটি চক্র
শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি ও অপমান করছে। এসব অন্যায় থেকে থেকে শ্রমিকরা বাঁচতে চায়। তাই অতি শীঘ্রই বর্তমান সরকারকে নৌ সেক্টরে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
Leave a Reply