সময় সংবাদ ডেস্ক,
ঢাকা: বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।
রোববার (১০ নভেম্বর) সকালে পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো। এ সময় সোয়ের সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব।
বৈঠকের শুরুতে পররাষ্ট্র সচিব প্রত্যাবাসন প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দেন। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আরও বাস্তুচ্যুতি রোধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমারকে আহ্বান জানান।
Leave a Reply