নিজস্ব প্রতিবেদক :
বামনা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রীতি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন, সভাপতি মোহাম্মদ আনিস উজ্জামান হাওলাদার, সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান, সদস্য মোহাম্মদ মাকসুদুর রহমান।
বামনা উপজেলা সমবায় সুত্রে জানা গেছে, বামনা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং০৬বিডি) ব্যবস্থাপনা কমিটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। ফলে সমবায় সমিতি আইন অনুযায়ী উপজেলা সমবায় কর্মকর্তা ১শ ২০ দিনের জন্য উক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেন।
এই কমিটি উক্ত মেয়াদের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
বামনা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদের সিকদারকে অন্তরবর্তী ব্যবস্থা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য আদেশ দিয়েছেন বামনা উপজেলা সমবায় কর্মকর্তা।
উল্লেখ্য :
এর আগে বামনা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি অবৈধ দখলের হাত থেকে রক্ষা করার জন্য বামনা উপজেলা সমবায় কার্যালয় অভিযোগ দিয়েছেন সদস্যরা।
অভিযোগে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে গাজী হুমায়ুন কবির সমিতির নিজস্ব জমির উপর নির্মিত অফিস ঘরে পরিবার সহ অবৈধ ভাবে বসবাস করছেন। সমিতির নিজস্ব দোকান ঘর ভাড়া দিয়ে প্রতিমাসে ভাড়া আত্মসাৎ করছেন বলে অভিযোগে জানা গেছে। এছাড়া সমিতির জমিতে বিভিন্ন ধরনের গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করারও অভিযোগ রয়েছে গাজী হুমায়ুন কবিরের বিরুদ্ধে । এসব অনিয়মের কারণে সদস্যদের ভিতরে চাপা ক্ষোভ বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেন।
Leave a Reply