নিজস্ব প্রতিবেদক : বামনা সাহেববাড়ী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল জলিল সাধারণ সম্পাদক রায়হান নাজীর ধলু নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার উৎসব মুখর পরিবেশে ব্যাপক ভোটারের অংশগ্রহণের মাধ্যমে বামনা গার্লস স্কুল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
সভাপতি পদে মোঃ আব্দুল জলিল হাতি প্রতীকে (১৭৬) ভোটে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামরুজ্জামান খান চেয়ার প্রতীকে ৮৭, আনোয়ার হোসেন খান ছাতা প্রতীকে ৩৫ ভোট পেয়েছেন।
সহ সভাপতি মোঃ বাসির মোল্লা প্রজাপতি প্রতীকে (২১২), আব্দুল কুদ্দুস মিয়া ঈগল প্রতীকে ১৮৫ ভোটে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম শিকদার রাজিব লাটিম প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজীর ধলু তালা প্রতীকে (১৭৬) ভোটে জয়লাভ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: কামাল হোসেন ফুটবল
প্রতীকে ১২২ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ গাজী মোঃ জাকির হোসাইন চশমা প্রতীকে (১৮৩) ভোট পেয়ে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুম বিল্লাহ ঘড়ি প্রতীকে ১১৬ ভোট পেয়েছেন।
মোট ৩০৮ ভোটের মধ্যে ৩০২ ভোট কাস্ট হয়েছে। ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। অন্য পাঁচ প্রার্থীর মধ্যে নির্বাচন হয়।
Leave a Reply