নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল- ফাইল ফটো
বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ভারতের যেকোনো উসকানি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক।
তিনি বলেন, ঐক্য ধরে রাখতে সব রাজনৈতিক দল নিয়ে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কি না সেই প্রস্তাবও আনা হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, এ সভার মূল সুর ছিলো আমাদের মধ্যে মত, পদ, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু দেশ, সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। সবার ওপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হবো না।
এ সময় বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো অবকাশ নেই বলেও জানান আসিফ নজরুল।
Leave a Reply