পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারের আলহাজ্ব মো. জাকির হোসেন খলিফার মালিকানাধীন মেসার্স মুন্নি মেশিনারীজ এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের ব্যবসা প্রতিষ্ঠানে মাথায় লাল কাপড় বেঁধে প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন ধরণের লোহার মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।
ওই প্রতিষ্ঠানে স্থাপন করা সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল লোক মাথায় লাল কাপড় বেঁধে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে লোহার বিভিন্ন ধরণের মালামাল নিয়ে যাচ্ছে।
এঘটনায় উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক
আলহাজ্ব মো. জাকির হোসেন খলিফা বাদী হয়ে একই ইউনিয়নের মৃত আমির ডিলারের ছেলে মো. সোহাগ (৩৮) ও মো. সোহেল (৪২), মৃত মহসিন হাওলাদারের ছেলে মো. দুলাল মাঝি (৩৮), মো. ইউসুফ খানের ছেলে মো. রফিক খান (৩৫), মৃত রহমান হাওলাদারের ছেলে আ. রাজ্জাক (৫৩) সহ আরো অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে গত ২৮ নভেম্বর বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন যার নং ২১৩/ ২০২৪।
মামলার এজাহার সূত্রে জানা গেছে গত ২৩ নভেম্বর (শনিবার) সকাল আনুমানিক পৌনে এগারোটা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত, জাকির হোসেন খলিফার মালিকানাধীন উল্লেখিত ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসামীরা প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন ধরণের লোহার মালামাল লুট করে নিয়ে যায়। এসময়ে জাকির হোসেন খলিফা দৌড়ে পালিয়ে নিজেকে প্রাণে রক্ষা করতে পারলেও তার ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে ব্যর্থ হয়।
পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তারা পাথরঘাটা থানা পুলিশ কে খবর দিলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
মামলার বাদী জাকির হোসেন খলিফা বলেন উল্লেখিত ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদকসেবী,
তারা দীর্ঘদিন ধরে আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল, তাদের দাবীকৃত চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীরা মাথায় লাল কাপড় বেঁধে হামলা করে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এসময়ে সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপন করা সিসি ক্যামেরা ভাংচুর করলেও সিসি ক্যামেরার কিছু ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে আমি সক্ষম হই।
তিনি আরও বলেন সন্ত্রাসীরা যে আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছে সিসি ক্যামেরায় তার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে।
এছাড়াও বর্তমানে আমি পরিবারসহ চরম নিরাপত্তা হীনতায় ভুগছি, তিনি বলেন দিনে দুপুরে যে সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করতে পারে তারা আমাকেও যেকোন সময় মেরে ফেলতে পারে, তাই আমি এব্যাপারে প্রসাশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কমানা করছি।
এঘটনায় প্রতক্ষ্যদর্শী একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করে তারা বলেন ২৩ নভেম্বর শনিবার সকাল আনুমানিক পৌনে এগারোটায় উল্লেখিত ব্যক্তিরা আকস্মিক জাকির হোসেন খলিফার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বিভিন্ন ধরণের মালামাল লুট করে নিয়ে যায়।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার, পাথরঘাটা সার্কেল মো. আবু ছালেহ বলেন, আদালতের নির্দেশে এ-সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দিকে অভিযোগ অস্বীকার করে মামলার ১নং আসামি মোঃ সোহাগ বলেন, ওই জমি আমাদের রেকর্ডীও, সেই জমিতে জাকির খলিফা ঘর তোলায় আমরা উচ্ছেদ মামলা করি। মামলায় রায় পেয়ে আদালত এর থেকে সরকারি নাজিরের নেতৃত্বে জমি উচ্ছেদ করার জন্য আসলে সেখানে আমি ও আমার ভাই গিয়েছিলাম।
Leave a Reply