সময় সংবাদ ডেস্ক:
মিয়ানমার সেনাবাহিনীর ৪০০ সদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে তারা আত্মসমর্পণ করা শুরু করেছে বলে জানা গেছে।
গতকাল শনিবার রাখাইন রাজ্যের এএনএন টাউনশিপে অবস্থিত সেনাবাহিনীর সদস্যরা আত্মসমর্পণ শুরু করেন।
জানা যায়, দেশটির এএনএন টাউনশিপে অবস্থিত ওয়েস্টার্ন রেজিওনাল মিলিটারি কমান্ডে (ডব্লিউআরএমসি) ৪০০ জন বিভিন্ন পদ-পদবির সেনাসদস্য বিভিন্ন মরিচায় অবস্থান করছেন। অধিকাংশ সেনাসদস্য খুবই ক্ষুধার্ত। এমতাবস্থায় ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে অনেক সেনাসদস্য সাদা পতাকা উত্তোলন করে আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন।
উল্লেখ্য, ডব্লিউআরএমসিতে অবস্থানরত অনেক সেনাসদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করতে চায়নি। কিন্তু ডব্লিউআরএমসিতে কোনো প্রকার খাবার নেই।
Leave a Reply