ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় উপজেলা দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা।
বুধবার (২২ জানুয়ারী) বিকাল ৩ টায় পাথরঘাটা উপজেলা দলীয় কার্যালয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাও. মাসুদুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলার সাবেক আমীর মাও. আবু জাফর মো. সালেহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের বরগুনা জেলার সহকারী সেক্রেটারি মো. শামিম আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাও. আ: সত্তার, পৌর আমীর মাও. বজলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পাথরঘাটা উপজেলা সভাপতি মো. নাসির উদ্দীন মুসা সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের রোকন, সভাপতি, সেক্রেটারি ও বায়তুলমাল সম্পাদক।
প্রোগ্রামে কেন্দ্রীয় ধারাবাহিকতা ঠিক রেখে দলের বাৎসরিক কর্যক্রম ও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়, এ সময় বক্তারা পরিকল্পনা সকলের মাঝে টুকরো টুকরো আকারে তুলে ধরেন এবং বুঝিয়ে দেন, তারা বলেন আমরা বিগত দিনগুলোতে যে সকল কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়ন করেছি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীলগণ দাওয়াত সহ দলের সকল পরিকল্পনা এর চেয়ে কয়েকগুণ বেশি বাস্তবায়িত করবে বলে আশা করছি। তারা আরও বলেন, আজকের এ প্রশিক্ষণ কর্মশালা থেকে আমরা দলের জন্য নতুন কিছু উপহার দেয়ার আহবান জানাচ্ছি। কেননা পরকালের জীবনে মহান আল্লাহ সকল দায়িত্বশীলদের কাছে তার নিজ দায়িত্বের হিসাব নিবেন। তাই আমাদের সকল পরিকল্পনা ও কার্যক্রম যেন একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্যই আমরা পালন করতে পারি।
Leave a Reply