নিজস্ব প্রতিবেদক : জানালার গ্রিল কেটে বরগুনার বমনা উপজেলার মধ্য আমতলী সাংবাদিক জসিম মেহেদি বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে এক ডাকাত দল। তবে বাড়ি লোকজন ডাকাতির বিষয়টি টের পেয়ে হই-চই শুরু করে দিলে তারা পালিয়ে যায়।
শনিবার দিবাগত রাত ১টা ৪০মিনিট সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ডাকাত দল সাংবাদিকের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকতে চেয়েছিল। কিন্তু গ্রিল কাটার শব্দ পেয়ে ঘরের লোকজন হই-চই শুরু করলে তারা পালিয়ে যায়।
এরপর গ্রামের লোকজন রাত দুইটার দিকে রাস্তায় বের হয় এবং ডাকাতদের খোঁজাখুঁজি করে।
ঘটনা ঘটার ৩০ মিনিট পর বামনা থানার
টহলকারী পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি দেখে যান।
এই ঘটনার আধা ঘন্টা আগে একই গ্রামে খোকন নামের এক ব্যক্তির বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজনকে শাড়ি দিয়ে হাত পাও বেঁধে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে যান ডাকাত দল।
এ ব্যাপারে থানায় একটি জিডি হবে বলে জানান ওসি।
ঘটনার শুরুতেই ডাকাতির বিষয়টি টের পাওয়ায় সাংবাদিকের বাড়ি লুট করতে পারেনি।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রতিনিয়ত বামনায় আইন-শৃঙ্খলা অবনতি হাওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকাবাসী জানান এই এলাকায় রাত যত গভীর হয়, অপরাধ তত বাড়তে থাকে।সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই এলাকা হয়ে ওঠে অপরাধীদের অভয়ারণ্য।
সন্ধ্যার পর বিভিন্ন জায়গা থেকে এসে
বামনা মধ্য আমতলী গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা নিরাপদে আড্ডা দেওয়া শুরু করে।উক্ত এলাকায় খুন, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত তৎপরতা না থাকায় দিন দিন অপরাধের মাত্রা লাগামছাড়া হয়ে উঠেছে।
বর্তমানে ভুক্তভোগী ও এলাকাবাসী আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply