নিজস্ব প্রতিবেদক:বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেল ৫টায়ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার সাংবাদিক তথা বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যরা। উপস্থিত সদস্যদের স্বাগত জানান ইফতার উপ-কমিটির আহ্বায়ক নাসির আল মামুন ও সদস্য সচিব মাসুম মিজান।
বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল
ইফতার মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি অংশ নেন বরিশাল বিভাগের বিশিষ্টজনরা। তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল ( অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও আইয়ুব ভূইয়া, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক গাজী রিয়াজ, ২৫০ শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আয়শা আক্তার, এনআরবি কমাশিয়াল ব্যাংকের সাবেক পরিচালক এ এম সাইদুর রহমান প্রমুখ।
Leave a Reply