সময় সংবাদ ডেস্ক : বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে নিউ ফরাজী জেনারেল হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২এপ্রিল) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা বলেন, নিউ ফরাজী জেনারেল হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারটি কম মূল্যে বামনা উপজেলা বাসির স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মন জয় করবে।এছাড়া আধুনিকায়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের জন্য এই হাসপাতালটি ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
ভবিষ্যতে এই হাসপাতালটি আরও বড় হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। এরপর হাসপাতালটি শুভ উদ্বোধন লক্ষ্যে দোয়া ও মোনাজাত করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির উন্নতি ও হাসপাতালের সফলতা এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করা হয়।নতুন এই হাসপাতালের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং রোগীরা সুচিকিৎসা পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
জমায়েতে হিজবুল্লাহ উপজেলা শাখা প্রধান মাওলানা ইউসুফ ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল্লাহ মনছুর, মোঃ সালাউদ্দীন হাওলাদার, রাশেদ খান মামুন, মোঃ আবু সালেহ, মোঃ তৌহিদুল ইসলাম, বাকিবিল্লাহ ফরাজি, মোঃ ইদ্রীস সিকদার, মোঃ মিজানুর রহমান বাবুল খান, দিপু সিকদার, রায়হান নাজির ধলু, আরিফুর রহমান শিমুল, নাসির জোমাদ্দার, সজীব হোসেন মুন্না, রিদয় সিকদার, সুজন মিয়া, ইসমাইল, বাদল সিকদার, মোঃ রাজিব হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply