বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামে এক মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার ফকিরেরহাট থানার বানিয়াছড়া গ্রামের মো. আবুল কাসেমের ছেলে মো. ওসমান গনি (৩৫) এবং সোনাখালী গ্রামের মো. খোকন চৌকিদারের স্ত্রী মোসা. হেনারা বেগম (৩৫)। অভিযানের সময় ১জন মাদক ব্যবসায়ী পালিয়ে যান। তার নাম মো. খোকন চৌকিদার (৪৫)
সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯ টায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার জানায়, ওসমান গনীর কাছ থেকে ১৫০ পিস এবং হেনারা বেগমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. সিদ্দিকুর রহমান, এএসআই মো. আলমাসসহ আরও কয়েকজন পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮-এর ৩৬ (১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০মে) দুপুরে আসামীদের বরগুনা আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply