বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ বিমানের যানবাহন শাখা যেন এক মাদকের আস্তানা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি: বহিষ্কৃত ছাত্রদল নেতা একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি বরিশাল হাসপাতালে ডেঙ্গু রোগীদের মশারীও জুটছে না নির্বাচনে সহায়তায় জাতিসংঘ ও জাপানের সাথে ইসির চুক্তি ‘ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, গণমাধ্যমও ভুল তথ্যের উৎস হয়ে উঠছে’ রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি এশিয়ান কাপের মূলপর্বের পথে বাংলাদেশ শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটায় আওয়ামী স্টাইলে লুটপাট চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম সম্প্রচার বন্ধ করেছিলেন ফ্যাসিস্ট সরকার ২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের রাজপথে থাকার ঘোষণা প্রধান উপদেষ্টাকে সিইসি জানিয়েছেন,‘ফুল গিয়ারে’ আছে নির্বাচন কমিশন নতুন বিপাকে হাসিনা-রেহানা,জয়-পুতুল ও টিউলিপ ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১v ‘পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহার করা যাবে না’ স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, প্রেমিক আটক

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫, ৭.১১ পিএম
  • ২৫০ বার সংবাদটি পড়া হয়েছে
রাজধানীর পল্লবী,ছবি: সংগৃহীত

সময় সংবাদ প্রতিবেদক: রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় গাউস (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দুজন হলেন, দোলন আক্তার দোলা (২৯) ও তার স্বামী স্বামী নাজমুল হোসেন পাপ্পু (৩৫)। দোলা উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলএমের ছাত্রী।

পুলিশ বলছে, দোলার পরকীয়া প্রেমিক গাউস (৩৩) দুজনকে খুন করেছেন। তাকে আটক করা হয়েছে।

নাজমুল হোসেন পাপ্পু (৩৫) তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৯) ছবি: সংগৃহীত

সূত্র জানায়, ঘটনার পর ঘাতক গাউস মিয়াকে সেনাবাহিনীর সহযোগিতায় পল্লবী থানা পুলিশ আটক করে। মতিউর রহমান মিয়ার ছেলে গাউস মিয়া।তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

তিনি সৌদি প্রবাসী। তিনি সৌদি আরবে থাকার সময় নয় মাস আগে ফেসবুকের মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। গত জানুয়ারিতে অবিবাহিত গাউস সৌদি আরব থেকে ঢাকায় আসেন।

মিরপুর-১১ নম্বরে দোলার বাসার কাছে তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দোলার বাসায় যাতায়াত ছিল তার। বুধবার সকালে দুজনের একসঙ্গে নাশতা করার কথা ছিল। সকাল ৯টার দিকে তিনি দোলার বাসার সামনে যান। এ সময় দেখেন বাসা থেকে বের হয়ে দোলা রিকশায় করে এক ব্যক্তির সঙ্গে যাচ্ছেন। বাসার পাশে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি দোলার স্বামী। স্বামী-স্ত্রীকে একসঙ্গে এভাবে দেখে ক্ষোভ সৃষ্টি হয় তার। সেখান থেকে নিজের বাসায় ফিরে যান।
 
দুপুর দেড়টায় গাউস ছুরি নিয়ে দোলার পাঁচতলার বাসায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বের হয়ে আসেন। তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাইরে থেকে দরজা আটকে দিয়ে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। এরই মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর দোলাকে একইভাবে খুন করা হয়।

নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়। আর পাপ্পু বাড়ি বরগুনার জেলার বামনা উপজেলায় দক্ষিণ কাকচিড়া।মোঃ বাদল হাওলাদার (মাস্টার) এর একমাত্র ছেলে।

রক্তমাখা ছুরি হাতে অভিযুক্ত গাউস মিয়াকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

জানা গেছে– পাপ্পু বরগুনায় এক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভ হিসেবে চাকরি করে বরগুনাতেই থাকতেন এবং তার স্ত্রী দোলা ঢাকার পল্লবীতে একটি ভারা বাসায় থেকে পড়া লেখা করতেন।
যেখানে তার স্ত্রী থাকতেন সেখানে গাউস নামের এক প্রবাসী ছেলের সাথে পরোকিয়ায় জড়িয়ে পরেন।

পাপ্পু–গত তিন দিন আগে অফিসের কাজে ঢাকায় যান।আজ বুধবার তার বাড়িতে ফেরার কথা থাকলেও দুপুরে স্ত্রীর পরোকিয়ার জেরে প্রেমিকের হাতে পাপ্পু ও তার স্ত্রী গুন হন।

নিহত পাপ্পুর চাচা সাবেক ইউপি সদস্য মো. সেন্টু মিয়া জানান, তাঁর ভাইয়ের ছেলে পাপ্পু বরগুনায় জেনারেল ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির চাকরি করেন। আর তাঁর স্ত্রী দোলন এলএলবি পাস করে ইন্টার্ন করছেন। এই সুবাদে দোলন ঢাকার পল্লবী থানার মিরপুর ১১ বি ব্লকের ৩৫ নম্বর বাড়ির ৫ম তলায় সাবলেট থাকতেন।

গতকাল মঙ্গলবার পাপ্পু বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ঢাকায় চিকিৎসার জন্য যান। সেখানে গিয়ে তাঁরা দুজনে ওই ভাড়া বাসায় থাকেন। আজ পরিবারের স্বজনেরা পল্লবী থানা-পুলিশের মাধ্যমে তাঁদের খুন হওয়ার বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, গ্রেপ্তার হওয়া গাউস মিয়া দাবি করেছেন, ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গাউস এর আগেও খালাতো ভাই পরিচয়ে ওই বাসায় এসেছেন। এসবের জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের পল্লবী জোনের এডিসি সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, পরকীয়া সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। পুলিশ আসামিকেও গ্রেপ্তার করেছে।

এডিসি বলেন, নিহত দম্পতি ওই বাসায় সাবলেট থাকতেন। দুপুর দেড়টার দিকে ছুরি হাতে বাসায় কথিত প্রেমিক গাউস মিয়াকে ঢুকতে দেখেন ফ্ল্যাটের আরেক ভাড়াটিয়া। হঠাৎ আর্তচিৎকারে ও পরিস্থিতি বেগতিক দেখে তিনি বাইরে থেকে দরজা আটকে বের হয়ে যান। ওই ভাড়াটিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে গাউস মিয়াকে। সে ঢাকার পল্লবীতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন বলে জানা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *