নিউজ ডেস্ক, সময় সংবাদ : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান পর্দার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও থাকেন তুমুল আলোচনায়। দুই শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর এবার পারিবারিকভাবে তৃতীয় বিয়ের পথে শাকিব, এমনটাই গুঞ্জন ছিল। গত বছর শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। এমন খবরও চাউর হয়েছিল যে শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী।
সে থেকেই গুঞ্জন, চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী!
যদিও সেই সময় মিষ্টি জান্নাত নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সে ডাক্তার পাত্রী তিনি। এরপর বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে এবার আবারও দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে এক ফেসবুক পোস্টের পর। মিষ্টি গতকাল রাতে ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন যা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে নেটিজেন ও ভক্তদের।
রহস্যের পালে নতুন করে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত। সামাজিকমাধ্যম ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। যেখানে দেখা যাচ্ছে, কোনও একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছে তারা। এখানে ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা।
এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ সেখানে তিনটি ভালোবাসার চিহ্ন ও দুইবার ইংরেজিতে ‘লাভ’ লেখা রয়েছে। এরপর থেকেই আলোচনা শুরু। ভক্তরা তিনটি লাভ সাইনের কারণে মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জন প্রবেশ করেছে আর সেটা মিষ্টি জান্নাত। কেউ কেউ তো মন্তব্য করেই বসেছেন, ‘শাকিবের তিন নম্বর বউ!’ আবার অনেকেই জানিয়েছেন শুভ কামনাও।
তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন এই চিত্রনায়িকা। তাদের নিয়ে গুঞ্জন কি সত্যি হতে যাচ্ছে, নাকি এটি নিছক একটি সাধারন ভ্রমণ! তা জানার জন্যই উদগ্রিব হয়ে আছেন অনুরাগীরা।
Leave a Reply