বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ বিমানের যানবাহন শাখা যেন এক মাদকের আস্তানা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি: বহিষ্কৃত ছাত্রদল নেতা একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি বরিশাল হাসপাতালে ডেঙ্গু রোগীদের মশারীও জুটছে না নির্বাচনে সহায়তায় জাতিসংঘ ও জাপানের সাথে ইসির চুক্তি ‘ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, গণমাধ্যমও ভুল তথ্যের উৎস হয়ে উঠছে’ রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি এশিয়ান কাপের মূলপর্বের পথে বাংলাদেশ শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটায় আওয়ামী স্টাইলে লুটপাট চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম সম্প্রচার বন্ধ করেছিলেন ফ্যাসিস্ট সরকার ২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের রাজপথে থাকার ঘোষণা প্রধান উপদেষ্টাকে সিইসি জানিয়েছেন,‘ফুল গিয়ারে’ আছে নির্বাচন কমিশন নতুন বিপাকে হাসিনা-রেহানা,জয়-পুতুল ও টিউলিপ ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১v ‘পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহার করা যাবে না’ স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সারারাত আড্ডা দিলাম, তার কী হবে: মিষ্টি জান্নাত

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫, ৪.১৬ পিএম
  • ৪৪ বার সংবাদটি পড়া হয়েছে
অভিনেত্রী মিষ্টি জান্নাত

নিউজ ডেস্ক,সময় সংবাদ : ক্যালেন্ডারে তখন তারিখ ২ জুন, রোববার দিবাগত রাত ২ টা। ফেসবুকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোলা তিনটি সেলফি প্রকাশ করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল, কোনো বিমানের ফ্লাইটে তোলা। যেখানে শাকিব খানের বাম পাশের সিটে বসে একে একে তিনটি সেলফি নিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

সেই ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে মিষ্টি লিখেছেন, ‘লাভ লাভ’। ব্যস! এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় শুরু।

মিষ্টির সেলফিতে শাকিবকে দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক-বিতর্ক। তবে কি একত্রে কোনো কাজ করছেন তারা, নাকি কেবলই অন্তরঙ্গ আড্ডা!

সংবাদমাধ্যমের দাবি, বিমানে স্রেফ সহযাত্রী হিসেবে শাকিবকে পেয়েছিলেন মিষ্টি জান্নাত। স্মৃতি রাখতে তুলেছেন সেলফি। ঘটনা জানতে যোগাযোগ করা হলে মিষ্টি জান্নাত বলেন, ‘কিছু একটা তো বটে, নইলে আমি কেন কলকাতায় আসবো? এখনই কিছু বলতে চাই না, সময় এলে জানতে পারবেন।’

অভিনেত্রী মিষ্টি জান্নাত,ছবি: সংগৃহীত

জানা গেছে, চিকিৎসার উদ্দেশে মুম্বাই গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেখান থেকে তিনি কলকাতায় যান শাকিব খানের সঙ্গে দেখা করতে। তবে শাকিবের সঙ্গে সেলফিসহ খবর দেখে কিছুটা বিরক্ত হয়েছেন এই তরুণ অভিনেত্রী।

তিনি বলেন, ‘দেখলাম কেউ কেউ নিউজ করেছে আমি নাকি দূর থেকে শাকিব খানকে দেখে দৌড়ে গিয়েছি, অনুরোধ করে ছবি তুলেছি, সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চাইছি! আরে ভাই, সে তো মেগা স্টার, তার ক্যারিয়ারের বয়স ২৫, আর আমার নিজের বয়স ২৭ চলে। তার সঙ্গে ছবি আমি তুলতেই পারি!’

আপনারা কি পাশাপাশি সিটে বসে ফিরেছেন? জানতে চাইলে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের রিলেশন কিন্তু আগেও ভালো ছিল। মাঝখানে একটা জিনিস ভাইরাল হলো, তাতে সর্ম্পক খারাপ হয়ে যায়নি। আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞেস করতে পারেন। শুধু সেলফি দেখেই এসব নিউজ করে, আর আমরা যে সারারাত আড্ডা দিলাম, সেগুলোর কী হবে? তার ড্রাইভার যে আমাকে বাসায় পৌঁছে দিলো, তার কী হবে? আসলে এসব নিউজ দিয়ে আমাদের রিলেশন খারাপ করা যাবে না।’

শাকিব, মিষ্টি জান্নাত, ছবি: সংগৃহীত

তবে মিষ্টির সেলফিতে শাকিবকে মেনে নিতে পারছে না শাকিব ভক্তরা। কারণ কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে শাকিবকে জড়িয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন মিষ্টি জান্নাত, যা ভুলতে পারেননি ভক্তরা। মিষ্টির সেলফি প্রসঙ্গে জানা গেছে কলকাতা থেকে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং করে ঢাকায় ফিরছিলেন শাকিব খান। সেই বিমানেই ছিলেন মিষ্টি জান্নাতও।

পর্দার চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন শাকিব খান। দুই ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর তার তৃতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। ছড়িয়েছিল, শাকিবের জন্য পাওয়া গেছে একজন ডাক্তার পাত্রী। সেসময় অনেকেই ধারণা করেছিলেন, দাঁতের ডাক্তার মিষ্টি জান্নাতই শাকিবের সেই ডাক্তার পাত্রী!

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *