বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিচার ব্যবস্থাকে দোরগোড়ায় নিয়ে যেতে ঐকমত্য তৈরি হয়েছে: ডা. তাহের গুমের ঘটনায় সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা : সেনাসদর দেশে বেড়েছে খাদ্য মজুদ: প্রেস উইং বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন কুমিল্লায় গণপিটুনিতে মা, ছেলে-মেয়ে নিহত বাংলাদেশ বিমানের যানবাহন শাখা যেন এক মাদকের আস্তানা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি: বহিষ্কৃত ছাত্রদল নেতা একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি বরিশাল হাসপাতালে ডেঙ্গু রোগীদের মশারীও জুটছে না নির্বাচনে সহায়তায় জাতিসংঘ ও জাপানের সাথে ইসির চুক্তি ‘ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, গণমাধ্যমও ভুল তথ্যের উৎস হয়ে উঠছে’ রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি এশিয়ান কাপের মূলপর্বের পথে বাংলাদেশ শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটায় আওয়ামী স্টাইলে লুটপাট চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম সম্প্রচার বন্ধ করেছিলেন ফ্যাসিস্ট সরকার ২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের রাজপথে থাকার ঘোষণা প্রধান উপদেষ্টাকে সিইসি জানিয়েছেন,‘ফুল গিয়ারে’ আছে নির্বাচন কমিশন নতুন বিপাকে হাসিনা-রেহানা,জয়-পুতুল ও টিউলিপ

বেশি দেরি হওয়ার আগেই ইরানের উচিত আলোচনায় বসা : ট্রাম্প

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২.৫৬ এএম
  • ৩২ বার সংবাদটি পড়া হয়েছে
কানাডায় অনুষ্ঠানরত জি-সেভেন সম্মেলনের ফাঁকে সোমবার গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাশে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ,ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: কানাডায় অনুষ্ঠানরত জি-সেভেন সম্মেলনের ফাঁকে সোমবার গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাশে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি : এএফপি

ইরান-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে কানাডায় অনুষ্ঠানরত জি-সেভেন সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরান ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে চাইবে, কেননা ইরান এই যুদ্ধে জয়ী হতে পারবে না।

ইরান এই সংঘাত নিরসনে ইচ্ছা প্রকাশ করেছে কিনা বা সংঘাত থামাতে তার কাছে কোনো বার্তা আছে কিনা-যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এমন এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, ইরান আলোচনা করতে পারে, তবে এই আলোচনা তাদের আরও আগেই করা উচিত ছিল। আমার কাছে ৬০ দিন সময় ছিল। তাদের কাছেও ৬০ দিন সময় ছিল। কিন্তু ৬১তম দিনে আমি বলেছি যে, আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘তাদের চুক্তি করতে হবে, যদিও এটি দুপক্ষের জন্যই খুব বেদনাদায়ক; তবে আমি বলবো ইরান এই যুদ্ধে জয়ী হতে পারবে না, এবং তাদের আলোচনা করা উচিত, তাদের অতি দ্রুত আলোচনায় বসা উচিত, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই।’

সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জরুরিভাবে এই শত্রুতাপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসার সংকেত দিচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে চাইছে। এ বিষয়ে আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দেয় সংবাদ মাধ্যমটি।

এই বসন্তে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময় বেঁধে দেন। আর গত শুক্রবার (১৩ জুন) ৬১তম দিনে ইরানে হামলা শুরু করে ইসরায়েল।

জি-সেভেন সম্মেলনের ওই সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়- ইরান ও ইসরায়েলের এই সংঘাতে যুক্তরাষ্ট্র কোনোভাবে সম্পৃক্ত হবে কিনা। তবে সরাসরি উত্তর এড়িয়ে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।’ এমনকি ইসরায়েলকে কোনো ধরনের গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র সাহায্য করছে সে সম্পর্কে কোনো উত্তর দেননি ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সবসময় ইসরায়েলকে সমর্থন করি। আমরা একসঙ্গে অনেক সময় ধরে আছি এবং এই মুহূর্তে ইসরায়েল খুব ভালো করছে।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *