নিউজ ডেস্ক, সময় সংবাদ;আগের দিন নিজের ব্যাটিং পজিশনের রহস্য রখে দিয়েছিলেন শান্ত। আজ মঙ্গলবার (১৭ জুন) উইকেটে যাওয়ার পর পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৫ রানেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধ্বংস্তুপের মধ্যে পড়ে যায় টাইগাররা। সেই ধ্বংস্তুপে দাঁড়িয়েই বপন করলেন বীজ। ধৈর্য ধরে অপেক্ষা করলেন অঙ্কুরিত হওয়ার জন্য। এরপর ধৈর্যের সেই মিষ্টি ফলটাও পেয়ে গেলেন তিনি। প্রায় দুই বছর পরে টেস্টে দেখা পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ কাপ্তান শান্ত। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে অনবদ্য এক জুটি গড়ে দলকে বাঁচানোর পাশাপাশি ব্যক্তিগত মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
এর আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাওয়ার আগে থেকেই আলোচনা হচ্ছিল শান্তর ব্যাটিং পজিশন নিয়ে। গুঞ্জন উঠেছিল, লঙ্কানদের বিপক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন তিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন করা হয়েছিল শান্তকে। সেসময় অবশ্য রহস্য রেখে দেন তিনি।
নিজের ব্যাটিং পজিশন নিয়ে শান্ত বলেছিলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক।’
Leave a Reply