শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
কাকরাইলে সংঘর্ষ ও বল প্রয়োগ নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তি নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির জাপা কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জ, মারাত্মক আহত নুর ‘শুধু আমাদেরই ডিভোর্স হয়’ সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির পাথরঘাটায় বিদ্যালয়ের মাঠ দখল করে বীজচাষ প্রকল্পের টাকা আত্মসাত: ফেঁসে গেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুই কর্মকর্তা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোলা চিঠি মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার শূন্য থেকে কোটিপতি: ওয়াসার হারুনের এতো সম্পদ! পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪ যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুরে উঠছে বহুতল ভবনটি মাতুয়াইলে ১২ ফুট রাস্তার পাশে ১১ তলার আবাসন অনুমোদন! প্রধান ‍উপদেষ্টা যে মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে’ এবার বিমানের কুয়েত ও দুবাই ফ্লাইট বাতিল জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি ভোটার হতে পারে প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

শেখ হাসিনা, সাবেক সিইসি ও আইজিপিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫, ৪.২৫ পিএম
  • ৫৮ বার সংবাদটি পড়া হয়েছে
শেখ হাসিনা,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : ঢাকা: শেখ হাসিনাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আইজিপিসহ ২৪ জনের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি।

রোববার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান মামলার আবেদনে করলে দুপুরে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

শেরে বাংলা নগর থানার (ওসি) ইমাউল হক সারাবাংলাকে বলেন, ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদনে করা হয়েছিল। দুপুরে আমরা সেটি মামলা হিসেবে গ্রহণ করেছি। আসামিদের বিরুদ্ধে দ্রুততর সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার আবেদনে অভিযুক্ত আসামিরা হলেন – শেখ হাসিনা, ২০১৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনরত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, তৎকালীন নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, তৎকালীন নির্বাচন কমিশনার আবু হানিফ, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) জাবেদ আলী, তৎকালীন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, সাবেক স্বরষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার।

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বপালন করা তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদা, তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, তৎকালীন নির্বাচন কমিশনার কবিতা খানম, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন। এছাড়াও জাবেদ পাটোয়ারী (তৎকালীন পুলিশের সাবেক আইজিপি), আসামি বেনজির আহমেদ (তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, সাবেক বিজি র‍্যাব ও সাবেক আইজিপি), সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান আসামী মো: মনিরুল ইসলাম, সাবেক ডিজিএফআই প্রধান নাম অজ্ঞাত, সাবেক এনএসআই প্রধান অজ্ঞাত এবং সাবেক ঢাকা রেঞ্চের ডিআইজি সৈয়দ নুরুল আলম।

২০২৪ সালের নির্বাচনে দায়িত্বপালন করা তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আহসান হাবিব, তৎকালীন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন, তৎকালীন নির্বাচন কমিশনার আনিছুর রহমান সহ তৎকালীন নির্বাচন সচিব অজ্ঞাত।

এদিকে, মামলার আবেদন করার পর বিএনপি নেতা সালাহউদ্দিন খান সাংবাদিকদের বলেন, পতিত সরকারের সময়ে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার সাথে সাথে সারা দেশে বিএনপি সহ বিভিন্ন দল ও কোটি কোটি জনগণ ঐ নির্বাচন প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ ভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে।সারা দেশে মিথ্যা গায়েবী মামলা, অপহরণ, গুম, খুন ও মিথ্যা মামলায় লক্ষ লক্ষ নেতা-কর্মীদের কিছু অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীদের দ্বারা গ্রেফতার শুরু করে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দ্বারা সারা দেশে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে শহরে বিএনপি সহ অন্যান্য দলের উপর নির্যাতন শুরু করে এতে অনেক কর্মী নিহত হয় ও গুরুতর আহত হয়। এমনকি অন্যান্য নির্বাচনেও তারা একই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং বিএনপিসহ অন্যান্য দলের ওপর প্রতিহিংসার রাজনীতি করেছে।

তিনি বলেন, উল্লেখিত তৎকালীন প্রধান নির্বাচন কমিশনাররাসহ নির্বাচন কমিশনাররা সংবিধান লঙ্ঘন করে ও নির্বাচন আচরন বিধি লঙ্ঘন করে যোগসাজশ করে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। উল্লেখিত আসামীরা যা আইনত দণ্ডনীয় অপরাধ ও নির্বাচন আচরন বিধি লঙ্ঘন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2025
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031