নিউজ ডেস্ক, সময় সংবাদ :ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সদ্য বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকার বলেছেন, ছাত্রদলে আমার দীর্ঘ সাত বছরের ক্যারিয়ার। আমি যেখানে হলে থেকে ছাত্রলীগের প্রোগ্রাম করে খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়ে চাকরির প্রস্তুতি নিতে পারতাম, সেখানে সব সুখ-শান্তি এমনকি জীবনের মায়া বিসর্জন দিয়ে জেল-জুলুমের সম্ভাবনাকে মাথায় নিয়ে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে সমবেত হয়েছিলাম। তবে ভিত্তিহীন এক অভিযোগে আমাকে না জানিয়েই বহিষ্কার করা হয়েছে। আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি, আমাকে সেই সুযোগটাও দেয়া হয় নাই।
বুধবার (০২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে শরীফ বলেন, আমার ছোটবেলা থেকেই ইসলামি সংগীতের ওপর দক্ষতা ছিল এবং স্থানীয় পর্যায়ে অনেক পুরস্কারও অর্জন করি। একসময় একটা স্বপ্ন ছিল যে আমি কোনো একটা শিল্পীগোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে পরিচিতি পাবো। সেই সুবাদে সাভারে আলিমে অধ্যয়নরত অবস্থায় আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটা প্রতিষ্ঠানের সাথে পরিচিত হই। সেখানে গান শেখার সুযোগ পাই ও নিয়মিত ক্লাস করতে থাকি। কিন্তু আমি জানতাম না সেটা শিবিরের প্রতিষ্ঠান, কেউই জানত না কারণ তারা তখন প্রকাশ্যেই কাজ করত এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করত।
তিনি বলেন, হঠাৎ একদিন ভাইয়েরা বললেন আগামীকাল একটা গানের শুটিং হবে, আমরা যেন প্রস্তুত হয়ে যাই। শুটিং স্পটে গিয়ে জানতে পারি ওখানে শিবিরের গানের শুটিং হবে। যেহেতু আমি একজন শিল্পী এবং ওই সময়ে আমার নির্দিষ্ট কোনো পলিটিক্যাল আইডিওলজি ছিল না, আমিও আপত্তি করিনি এবং কয়েক সেকেন্ডের শুটে অংশ নিই। যেহেতু আমি সবে মাত্র এইচএসসিতে অধ্যয়নরত এবং গ্রামে বেড়ে ওঠা একজন মাদ্রাসা শিক্ষার্থী, তাই বাংলাদেশের রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে আমার কোনো ধারণা বা জানাশোনা ছিল না।
ঢাবিতে ভর্তির পর ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন উল্লেখ করে তিনি আরও বলেন, আমি ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেই ভিডিওটি ছিল ২০১৭ সালের। ২০১৮ সালের শেষের দিকে আমি ছাত্রদলের সাথে যুক্ত হই। এরপর থেকে আমি যেকোনো আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের হয়ে অগ্রণী ভূমিকা রেখেছি।
তিনি বলেন, আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি, আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। আমি হাই কমান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের সাড়া পাইনি। আমি চাই তদন্ত কমিটি গঠন করে আমার শিবিরের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেটা দেখা হোক। যদি না থাকে তাহলে আমাকে স্বপদে বহাল রাখা হোক।
Leave a Reply