নিউজ ডেস্ক, সময় সংবাদ : টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। সেই যাত্রা থামে ষষ্ঠ ম্যাচে এসে সিনসিনাটির বিপক্ষে ৩-০ ব্যবধানে পরাজয়ে। মেসির নিষ্প্রভ দিনে হারের তিক্ত স্বাদ নিতে হয় ইন্টার মায়ামিকে।
তবে এক ম্যাচ বিরতি দিয়ে সেই জোড়া গোলের ধারায় ফিরেছে লিওনেল মেসি। নিউইয়র্ক বুলসের বিপক্ষে জোড়া গোল করে মেসি ফিরিয়েছেন ইন্টার মায়ামিকেও জয়ের ধারায়।
রবিবার (২০ জুলাই) লিওনেল মেসির জোড়া গোলে ফেরার দিনে নিউইয়র্ক বুলসকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসির মতো জোড়া গোল করেছেন তেলাসকো সেগোভিয়াও। মেসি অবশ্য অ্যাসিস্টও করেছেন এই ম্যাচে। ফের জোড়া গোল করে ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে পেনাল্টিবিহীন গোলে।
এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। জোড়া গোলের পাশাপাশি সতীর্থের একটি গোলে অ্যাসিস্টও করেছেন মেসি। আর এ ম্যাচেই তিনি পেনাল্টিবিহীন গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন।
মায়ামি দাপুটে জয় পেলেও রেড বুল অ্যারেনায় ১৪ মিনিটে গোল হজম করে অ্যালেক্সান্ডার হেকের গোলে ১৪ মিনিটেই। কিন্তু ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি দলটির আনন্দ। ২৪ মিনিটে মেসির সহায়তায় জর্দি আলবার গোলে সমতায় ফেরে মায়ামি।
এই গোলে সঁহায়তা করে একটি রেকর্ডও গড়লেন মেসি। ২০০৭ থেকে টানা ১৯ পঞ্জিকাবর্ষে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি।
প্রথমার্ধে আরও দুই গোল আদায় করে নেয় মায়ামি। দুটোই এসেছে তেলাসকো সেগোভিয়ার পা থেকে। ২৭ ও প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল দুটি করেন তেলাসকো সেগোভিয়া।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোলের দেখা পায় মায়ামি। যার দুটিই এসেছে মেসির পা থেকে। ৬০ মিনিটে সোর্হিও বুসকেতসের পা থেকে বল পেয়ে গোলকিপারকে বোকা বানান। এরপর ৭৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের ৫ম গোলটি। আর এ গোলেই নিশ্চিত হয় ইন্টার মায়ামির ৫-১ গোলের জয়।
পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ৯৩৮ গোলের ৭৬৩ গোল ছিল পেনাল্টি ছাড়াই। এতদিন যা ছিল রেকর্ড, কিন্ত আজ (২০ জুলাই) মেসির নন-পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৪টি। আর ক্যারিয়ার গোলসংখ্যা ৮৭৪। রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন মেসি।
এ জয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ৫ নম্বরে অবস্থান করেছে ইন্টার মায়ামি। ২১ ম্যাচে মেসিদের পয়েন্ট ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে ৪১।
Leave a Reply