বরগুনা প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার বামনা উপজেলায় অসহায় ও দুস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(২৮ জুলাই) সকাল ১০ টা থেকে স্থানীয় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপজেলার তিন শতাধিক দুস্থ্য নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে এই সেবা প্রদান করা হয় বলে জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা।
নৌবাহিনী জানান, বাংলাদেশ নৌ বাহিনী প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দুর্গম এলাকায় নিয়মিত ভাবে সেবামুলক কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে সংশ্লিস্ট নৌ কন্টিজেন্ট সমূহে জুলাই পুনর্জাগরণ অনুষ্টান ২০২৫ এর অংশ হিসাবে বামনা উপজেলায় নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
জানাগেছে সকাল ১০ টা শুরু করে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসাসেবা দেয়া হয় । নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন। রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্রও।
ক্যাম্পে উপস্থিত স্থানীয় মাসুদ রেজা ফয়সাল জানান, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশির্বাদ।
এখানে চিকিৎসা নিতে আসা নটোবর মালাকর জানান, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়াও সেখানে গিয়ে ১০ টাকার টিকিট কেটে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের ডা. দেখাতে হয়, এবং এক পাতা নাপা আর একপাতা এন্টাসিড ছাড়া কিছুই পাইনা আমরা। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে তারা ফ্রিতে অনেক ঔষধ বিতরণ করছে।
বাংলাদেশ নৌবাহিনী খুলনা হাসপাতালের সার্জন লে.কমান্ডার ডাঃ স্বপ্নিল কুমার রায় (বিএন) জানান, বামনায় বয়স্করা ব্যাথা ও এলার্জি জনিত রোগে বেশি আক্রান্ত। এছাড়াও সিজনাল ফ্লু তে আক্রান্ত রোগীর চিকিৎসা নিতে বেশি আসছে। তাদেরকে বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হচ্ছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা নিতে পারে না, এবং খরচ ব্যায় বহুল তারা হিমশিম খাচ্ছে। তাই নিয়মিতভাবে আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
Leave a Reply