শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কাকরাইলে সংঘর্ষ ও বল প্রয়োগ নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তি নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির জাপা কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জ, মারাত্মক আহত নুর ‘শুধু আমাদেরই ডিভোর্স হয়’ সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির পাথরঘাটায় বিদ্যালয়ের মাঠ দখল করে বীজচাষ প্রকল্পের টাকা আত্মসাত: ফেঁসে গেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুই কর্মকর্তা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোলা চিঠি মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার শূন্য থেকে কোটিপতি: ওয়াসার হারুনের এতো সম্পদ! পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪ যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুরে উঠছে বহুতল ভবনটি মাতুয়াইলে ১২ ফুট রাস্তার পাশে ১১ তলার আবাসন অনুমোদন! প্রধান ‍উপদেষ্টা যে মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে’ এবার বিমানের কুয়েত ও দুবাই ফ্লাইট বাতিল জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি ভোটার হতে পারে প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

নারী সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টা, রাজউক কর্মকর্তা বরখাস্ত

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬.০৫ পিএম
  • ১৯৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: নারী সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাজধানী উন্নয়ন (রাজউক) কর্তৃপক্ষের জোন-৭ এর পরিচালক শেখ শাহীনুল ইসলামকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

রাজউক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

রাজউকের অফিস আদেশে বলা হয়, রাজউক জোন-৭ এর নারী কর্মকর্তা (সহকারী নগর পরিকল্পনাবিদ) রাজউক চেয়ারম্যান বরাবর গত ১০ নভেম্বর একই জোনের পরিচালক শেখ শাহীনুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘ঐদিন সকাল আনুমানিক ১১ ঘটিকায় শেখ শাহীনুল ইসলাম কুশলাদি বিনিময় করতে উনার রুমে আমাকে এবং সদ্য নিযুক্ত একজন সহকারী অথরাইজড অফিসারকে ডাকেন। কিছুক্ষণ কুশলাদি বিনিময় শেষে উক্ত সহকারী অথরাইজড অফিসারকে রুম ত্যাগ করতে বলেন এবং আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতা শুরু করেন। এক পর্যায়ে তিনি জিজ্ঞাস করেন আমি ড্রিংক্স করি কিনা এবং অফিসে উনার সাথে ড্রিংক্স করার প্রস্তাব দেন। আমি বিনয়ের সাথে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করি। এ পর্যায়ে তিনি উচ্চস্বরে গান গাওয়া শুরু করেন। পরবর্তীতে তিনি আমার চেয়ারের কাছে এসে অত্যন্ত বাজেভাবে অশালীন স্পর্শ করেন। ঘটনার আকষ্মিকতায় আমি হতভম্ব হয়ে যাই। দ্রুততর উপায়ে নিজেকে রক্ষা করলেও আমি অত্যন্ত বিমূড় ও মানষিকভাবে ট্রমাটাইজড হয়ে যাই।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ইতপূর্বেও তিনি (শাহীনুল ইসলাম) মদ্যপ অবস্থায় অফিসে এসেছেন এবং অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।’

রাজউকের আদেশে বলা হয়, শেখ শাহীনুল ইসলামের এহেন কর্মকান্ড অপরাধের ধরন ও ভয়াবহতা বিবেচনায় উক্ত কর্মকান্ডের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (কর্মকর্তা-কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০১৩ এর বিধি ৪৩ এর উপবিধি (১) মোতাবেক অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে অভিযুক্ত শাহীনুল ইসলাম সোনালী নিউজকে বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া অভিযোগ, আমি দীর্ঘ ২৯ বছর ধরে রাজউকে চাকরি করি। আমার সুনাম নষ্ট করার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।’

তিনি বলেন, ‘ওই নারী কর্মকর্তাকে আমি চিনিও না। তিনি কী জন্য এমন অভিযোগ দিলেন আমার জানা নেই।’

জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ড. আলম মোস্তফা বলেন, ‘রাজউকে কোন ধরণের অপকর্মের সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর আমরা ঐ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছি। বিভাগীয় মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031